সিঙ্গারের পণ্যে আগামী ডিসেম্বর পর্যন্ত এই অফার পাবেন গ্রাহকরা।
Published : 03 Oct 2024, 11:20 PM
সিঙ্গারের পণ্য কিনে বিকাশের মাধ্যমে অর্থ পরিশোধ করলে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সিঙ্গারের ওয়েবসাইট থেকে এয়ার কন্ডিশনার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ফ্যান, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস, টিভি, গ্যাজেটস, কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজসহ যেকোনো পণ্য কিনে পেমেন্ট বিকাশ করলেই ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।
শর্তানুযায়ী কমপক্ষে ১ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা ৯৯ পয়সা ‘বিকাশ পেমেন্টে’ গ্রাহক পাচ্ছেন ২০০ টাকা এবং ১০ হাজার ১ টাকা বা তার বেশি বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৫০০ টাকা ক্যাশব্যাক।
আগামী ডিসেম্বর পর্যন্ত একজন গ্রাহক যতবার সিঙ্গার ওয়েবসাইট থেকে পণ্য কিনবেন ততবারই ক্যাশব্যাক পাবেন। অফার পেতে হলে বিকাশ পেমেন্ট গেটওয়ে থেকে সফলভাবে পেমেন্ট করতে হবে। বিস্তারিত জানা যাবে https://tinyurl.com/573c6n3z লিংকে।