নারী ক্ষমতায়নে বরাদ্দ বেড়েছে

‘নারী উন্নয়ন নীতি ২০১১’ কে সামনে রেখে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে নারী ক্ষমতায়নের বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2014, 05:58 PM
Updated : 5 June 2014, 07:29 PM

২০১৪-১৫ সালের বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বরাদ্দ করা হযেছে ১ হাজার ৫৮০ কোটি টাকা যা মোট বাজেটের দশমিক ৬৩ শতাংশ।

এর মধ্যে অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৮০ টাকা এবং উন্নয়ন ব্যয় ২০০ কোটি টাকা।

গত ২০১৩-১৪ অর্থ বছরের তুলনায় এই খাতে বরাদ্দ বেড়েছে ১৫৫ কোটি টাকা।

গতবারের মতো এবারও নারী উন্নয়ন তহবিলে ১০০ কোটি টাকা বরাদ্দ অব্যাহত রয়েছে।পাশাপাশি অব্যাহত রয়েছে ৪০টি মন্ত্রণালয়ের জন্য জেন্ডার বাজেট প্রণনয়নও।

তবে গত অর্থবছরের বাজেটে বিধবা, স্বামী পরিত্যক্ত ও দুঃস্থ মহিলা, অস্বচ্ছল-প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতার হার এবং আওতা সম্প্রসারণ করা হয়েছিল যার উল্লেখ নেই এবারের বাজেট বক্তৃতায়।

গত বছর ভাতা বাবদ ৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন,“ নারী ক্ষমতায়ন তথা তাদের সার্বিক উন্নয়নে জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ হবে আমাদের নির্দেশনা দলিল।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২০১৩ সালের আগস্টে নারী উন্নয়ন নীতি ২০১১ বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।

"এই পরিকল্পনার আওতায় নারী উন্নয়নে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের করণীয় নির্দেশ দেয়া হয়েছে।”