Published : 14 Feb 2011, 12:00 PM
১৪ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালবাসা দিবস। প্রতিবছরের মতো এবারও ব্যাপক ধুমধামে পালন হবে দিনটি ।(আশা করি, আশা করতে তো আর কোন দোষ নাই।) সমস্ত তরুন, তরুণী (বয়স ব্যাপার না, মনে মনে তরুন হইলেও হবে।) ভালবাসার সাগরে একাকার হয়ে যাবে। আমি একটু ভিন্নভাবে দেখি কেমন ! কেন আমরা ভাবতে পারিনা, আমরা শুধু একদিন না, বাকি ৩৬৪ দিনও সমান ভাবে ভালবাসব। একদিনের ভালবাসার চাইতে ৩৬৪ দিনের ভালবাসার জোর অনেক বেশি। ভালবাসা দিবসের সংজ্ঞায় কোথাও আমার জানামতে বলা নাই, কাকে-কাকে ভালবাসতে হবে। ভালবাসা আমার মতে হওয়া উচিত উন্মুক্ত (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো)। ভালবাসা যায় সবাইকে, তাহলেই তো পরিপূর্ণ হয় সে ভালবাসা।
সুন্দর হোক সবার জীবন। ভালবাসায় পরিপূর্ণ থাক ৩৬৪+১ = ৩৬৫ দিন।
আর অবশ্যই সবার জন্য উন্মুক্ত।