Published : 02 Jun 2012, 12:52 AM
পুরান ঢাকার কাঠেরপুলে(সুত্রাপুর) প্রকাশ্য দিবালোকে মাদক সেবন চলছে । অথচ সুত্রাপুর থানা পাশে এমনকি মাদক নিয়ণ্রণ অধিদপ্তর এর পাশে । রাস্তার পাশে বসে মাদকসেবীরা মাদক সেবন করছে । রাস্তায় চলাচল করতে ভয় পা্য় মানুষ । তরুণ সমাজ এ দেখে উৎসাহিত হচ্ছে । এভাবে কি নষ্ট হয়ে যাবে তরুণ সমাজ ।