Published : 15 Mar 2011, 09:59 PM
জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে। বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয়া ছড়াচ্ছে ঝুঁকিপূর্ণ মাত্রায়।
এটুকু পড়েই ভীত হয়ে যাবেন না, এই খবরের উপর ভিত্তি করে বাংলাদেশে নানা গুজব ছড়াচ্ছে।
সবচেয়ে বড় গুজব হলো এটি
(যদি বৃষ্টি আসে ২৪ ঘণ্টা দরজা-জানালা বন্ধ রাখবেন। যেসব জায়গায় থাইরয়েড গ্রন্থি থাকে সেইসব জায়গা মোটা তোয়ালে দিয়ে ঢেকে রাখবেন।….)
জেনে রাখুন বাংলাদেশের ঢাকা শহর থেকে জাপানের ফুকুশিমা শহরের দুরত্ব প্রায় ৫০০০ কিলিমিটার (4985.19)। সুতরাং আতংকিত হবেন না।
সাধারনত পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয়া ছড়ায় ২০-৩০ কিলিমিটারের মধ্যে, তবে সর্বোচ্চ ২৫০ কিলিমিটার পর্যন্ত ভয়াবহ তেজস্ক্রিয়া পাওয়া যেতে পারে।
পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে থেকে বহু দুরেও তেজস্ক্রিয়তা পাওয়া যায়,,,তবে মুল কথা হলো
যত বেশি দুরত্ব তত শক্তি কম,,,,,,,, আর বাংলাদেশতো ৫০০০ কিলিমিটার দুরে।
তাই বাংলাদেশে বসে তেজস্ক্রিয়তা আতংকে দরজা-জানালা বন্ধ রাখার দরকার নেই,,,
বাংলাদেশে বৃষ্টি বা অন্যভাবে জাপানের তেজস্ক্রিয়া পাওয়া যাবে না।
সুতরাং গুজবে কান না দিয়ে বাংলাদেশে স্বাভাবিক জীবনযাপন বজায় রাখুন। ভালো থাকুন শুভ কামনা।
—————————————————–
ফিচার ছবিঃ রয়টার, ১৫ই মার্চ ২০১১