পাঠাভ্যাস ফেরাতে ‘নায়লা বেগম স্মৃতি পাঠাগার’

ফারহান হক
Published : 4 Nov 2021, 05:22 PM
Updated : 4 Nov 2021, 05:22 PM

কালনী নদীর পাশে সুনামগঞ্জ জেলার দিরাই শহর। এখন পর্যন্ত দিরাই উপজেলায় একমাত্র পাঠাগার হচ্ছে  হারানপুরে স্থাপিত নায়লা বেগম স্মৃতি পাঠাগার।

প্রতিদিন অনেক শিক্ষার্থী এবং প্রবীণ ব্যক্তিবর্গ পাঠাগারে এসে বই পড়েন, পত্রিকা পড়েন। প্রত্যেক মাসে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে হয়ে থাকে বিভিন্ন ধরনের জ্ঞানার্জন এবং মেধাবিকাশমূলক প্রতিযোগিতা।

পাঠাগারটির উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা আমি ফারহানুল হক; পাশাপাশি প্রবাসী এবং স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় এই পাঠাগার চলমান রয়েছে।

মানুষ জন প্রতিনিয়ত বই থেকে দূরে সরে যাচ্ছে। এমন একটি সময়ে মায়ের স্মৃতি রক্ষার্থে  এই ভাটি অঞ্চলে  শিক্ষার মান উন্নয়নের জন্য এমন উদ্যোগ গ্রহন করতে পেরে আমি খুশি ।

গত বছর ১ জানুয়ারি দিরাই পৌরসদরের কলেজ রোডে ভাড়া করা একটি ভবনে পাঠাগারটির যাত্রা শুরু হয়েছিল। মহামারীর কারণে সাময়িক বন্ধ রেখে পরে দিরাই পৌরসদরের হারানপুরে পাঠাগারটি স্থানান্তর করা হয়।

নতুন এই পাঠাগারটিতে হাজারের অধিক দেশি-বিদেশি বই রয়েছে। এরমধ্যে সদস্য সংখ্যা হয়েছে প্রায় দুই শতাধিক।

প্রতিদিন ৩০ থেকে ৪০ জন পাঠক নিয়মিত এই পাঠাগারে আসছেন।