মহামারী নিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন চিত্র প্রদর্শনী

আমিনুর রহমান হৃদয়
Published : 26 August 2020, 12:09 PM
Updated : 26 August 2020, 12:09 PM

মহামারীর  এই সময়টা কীভাবে পার হচ্ছে তা আলোকচিত্রে ধারণ করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সব আলোকচিত্র ও আর্ট ওয়ার্ক নিয়ে  এক  'অনলাইন আলোকচিত্র প্রদর্শনী' আয়োজন করেছে  এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের  সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন জেআরএন ভিজুয়ালস।

গত ২১ অগাস্ট  রাত ১২টা ১ মিনিটে অনলাইনে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয় ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ছবি ও আর্ট ওয়ার্ক আহ্বান করা হয় । তাদের তোলা ও আঁকা শতাধিক ছবি থেকে বাছাই করা ৩০টি ছবি ও একটি ফটোস্টোরি প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয় ।

বিনামূল্যে সবার জন্যই এই প্রদর্শনী উন্মুক্ত রয়েছে। এই লিংকে – https://artspaces.kunstmatrix.com/en/exhibition/2142041/covid-diaries ক্লিক করে প্রদর্শনীর আলোকচিত্র দেখা যাবে।

প্রদর্শনী চলবে  আগামী বৃহস্পতিবার অর্থ্যাৎ ২৭ অগাস্ট পর্যন্ত ।