করোনাভাইরাস: সিলেটে টেলিমেডিসিন সেবা চালু

শাহাবুদ্দিন শুভশাহাবুদ্দিন শুভ
Published : 18 April 2020, 08:40 PM
Updated : 18 April 2020, 08:40 PM

সিলেট বিভাগের রোগীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সিলেটের চিকিৎসকরা। যেহেতু অনেকেই নিজেদের চেম্বার বন্ধ রাখছেন তাই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নিয়মিত রোগীরা। মহামারীর এই সময় সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন তাই  প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত করোনাভাইরাসের লক্ষণ আছে বা সন্দেহ করছেন এমন ব্যক্তিকে মোবাইলে ফোনে  'ফ্রি' পরামর্শ দিবেন সিলেটের চিকিৎসকরা।

টেলিমেডিসিন সেবা পেতে যে  চিকিৎসকদের সাথে ফোনে যোগাযোগ করা যাবে-

ডা. বাছিরুল ইসলাম টিপু – ০১৭১১ ০৬৪৬৮৩
ডা. আবুল ফয়েজ আলী আহমদ – ০১৭১২ ২৬২০৫৬
ডা. আদনান চৌধুরী – ০১৮৫২ ৮৮৯১২৩
ডা. সাদিক মিয়া – ০১৬১৯ ১৫০৮৭৫
ডা. নাহিয়ান আহমেদ চৌধুরী – ০১৯১০ ৭৭৫৫৫৫
ডা. আরিফুর রহমান – ০১৭১৫ ০৯২৬০০
ডা. মোবাশ্বেরুল ইসলাম সোহাগ – ০১৭১৭ ০২২০২৩
ডা. অরূপ রতন চৌধুরী – ০১৭১৭ ২৭৮১৯৭
ডা. সুজন চন্দ্র পাল – ০১৭৩৭ ০৫৩৮১০
ডা. সুনির্মল বিশ্বাস – ০১৩১২ ৩৫৩৭১০
ডা. আরিফুর রহমান জিসান –  ০১৮৪১ ০৫১৩২৫
ডা. এ এফ এম আবদুল্লাহ পলাশ – ০১৭১৫ ৮৩২২২৭
ডা. বনি ইয়ামিন খান – ০১৭৪০ ২৩৩৯৫১
ডা. শেখ হাসিবুর রহমান – ০১৫২১ ২৩৫৭৬২
ডা. হরোশিত বিশ্বাস – ০১৮৬১ ৫৭৬৮২৭
ডা. মো. মাহবুব হোসেন – ০১৭১২ ৩৩২৬৬৫
ডা. আব্দুল আউয়াল (অর্থোপেডিকস বিভাগ) – ০১৭১৯ ২৯৯৩৭৫
ডা. ইমতিয়াজ আহমদ (অর্থোপেডিকস বিভাগ) – ০১৯১১ ৬২৯৬৭০
ডা. মো. হাসনাত আনোয়ার (নাক-কান-গলা বিভাগ) – ০১৭১০ ৪৩৭২৪৭
ডা. ইশফাক জামান সজীব (সার্জারী বিভাগ) – ০১৫৩৮ ১১১৮০২
ডা. রাজিব দত্ত (শিশু বিভাগ) – ০১৭২৩ ৩৬৬৪৬৫
ডা. বিশ্বজিৎ চন্দ্র দেবনাথ (শিশু বিভাগ) – ০১৭২১ ২২৫৪৯৪
ডা. জহিরুল হাসান খান (সার্জারী বিভাগ)-  ০১৭১২ ১৩০৭৬২
ডা. এমদাদুর রহমান (শিশুরোগ বিশেষজ্ঞ) – ০১৯১১ ১১২৪৭৩
ডা. রনজিৎ দেবনাথ (শিশুরোগ বিশেষজ্ঞ) – ০১৯৯৬ ২২৫২৩২
ডা. মো. ফজলে বারী (মেডিসিন বিশেষজ্ঞ) – ০১৮৭৩ ৬৪২৫০৮
ডা. মো. হারুনুর রশীদ (চক্ষুরোগ বিশেষজ্ঞ) – ০১৬৮০ ৭৯৮৮৫০
ডা. মুজিবুল হক (শিশুরোগ বিশেষজ্ঞ) – ০১৭১৬ ৮১২৯৯৮

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটে কোভিড-১৯ সমন্বয়ক কমিটির আহ্বায়ক ডা. মুজিবুল হক ও সদস্য সচিব ডা. হারুনুর রশিদ।

তারা আরো বলেন, এই অবস্থায় জ্বর-সর্দি-কাশিসহ অন্য অনেক অসুখেই টেলিফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ নিয়ে বাসায়-বাড়িতে থাকা জরুরি হয়ে পড়েছে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সিলেট শাখা এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সমস্যার কথা বিবেচনায় রেখে এই টেলিমেডিসিন সেবা চালু করেছে।