ময়মনসিংহে ‘বিড়াল বাড়ি’

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 8 Nov 2019, 11:21 AM
Updated : 8 Nov 2019, 11:21 AM


শহর কিংবা গ্রাম হরহামেশাই দেখা মেলে অবহেলিত কুকুর আর বিড়ালের। ময়মনসিংহ শহরের কলেজ রোডের একটি বাড়িতে আশ্রয় মিলেছে পথে বিড়ালগুলোর। এলাকাবাসীর কাছে এই বাড়িটি বিড়াল বাড়ি নামেও পরিচিত। এই বাড়িতে প্রায় ২০টি বিড়ালের দু'বেলা দু'মুঠো খাবার মিলছে শুধু তাই নয় তাদের জন্য রয়েছে পোশাকও।

এই বিড়ালদের দেখভাল করেন মৌসুমী আক্তার। অসহায় বিড়ালদের দেখে তিনি কষ্ট পান। সারাক্ষণ ভাবেন ওদের জন্য স্থায়ী আবাসন করার। চিন্তা করেন বিড়ালের জন্য স্থায়ীভাবে সুপারভাইজার, রান্নার লোক, পশু চিকিৎসক কী করে নিয়োগ করা যায়।

মৌসুমীর মা একজন পশুপ্রেমী। বিড়াল পুষতেন তিনিও। সেই থেকে এইসব বিড়ালের দেখভাল করছেন মৌসুমী।

এলাকাবাসীদের অনেকেই বলেন, বিড়ালের জন্য বিড়ালবাড়িটি স্বর্গ। যথাযথ খাদ্য, চিকিৎসা, বাসস্থান পেয়ে বংশবৃদ্ধি করে রীতিমত স্বাস্থ্যবান উঠছে  বিড়ালগুলো। বাড়িটিতে বিড়ালরা নির্ভয়ে বিচরণ করে।