পাথরঘাটায় দৈনিক যায় যায় দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আল হাদী
Published : 8 June 2018, 05:56 AM
Updated : 8 June 2018, 05:56 AM

পাথরঘাটায় র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (৬ জুন) সকাল ১০টার সময় পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল একাডেমি থেকে দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে তাসলিমা মেমোরিয়াল একাডেমির হল রুমে আলোচনা সভা হয়।

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধূরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আবুল বাসার আজাদ।

সভায় বক্তব্য রাখেন, যায় যায় দিন পত্রিকার সংবাদদাতা নজমুল হক সেলিম, তাসলিমা মেমোরিয়াল একাডেমির সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাফর ইকবাল, সাংবাদিক ইমাম হোসেন নাহিদ, আমিন সোহেল, জাকির হোসেন খান প্রমুখ।

এসময় বক্তারা দৈনিক যায় যায় দিন পত্রিকার উত্তররোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এটাই প্রত্যাশা করেন।