Published : 07 Apr 2018, 08:49 AM
এখন আর আগের মতো খাল-বিল, নদী-নালায় পাবদা মাছের দেখা মেলে না। মনে করেছিলাম বাংলা থেকে হারিয়ে গেছে পাবদা মাছ। কিন্তু না, পাবদা এখনো টিকে আছে কোনরকমভাবে। তবে দাম খুব চড়া।
পাবদা মাছের ছবি তুলেছি আমাদের গোদনাইল চৌধুরী বাড়ি বাজার থেকে।