Published : 05 Apr 2018, 05:26 PM
প্রকৃতিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে এই বাগান গিরগিটিদের প্রয়োজন সাপেক্ষে নিজের গায়ের রং বদলাতে হয়। এ কারণে কখনো কখনো এদের মুখমন্ডল ও মাথা টকটকে লাল দেখায়। তাই লোকজন এই নিরীহ সরীসৃপ প্রাণীটিকে "রক্তচোষা" বলেও ডাকে। তাদের প্রতি মানুষের নির্দয় আচরণ ও দিনকে দিন তাদের আবাসস্থল ধ্বংস হওয়ার কারণে প্রকৃতির এই অলংকার আজ হুমকির মুখে। ছবিটি তোলা হয়েছে মিরসরাই উপজেলার সদর ইউনিয়ন থেকে। ছবি- সুজন চন্দ্র মন্ডল।