Published : 06 Apr 2018, 06:37 AM
হাঁটতে হাঁটতে বগুড়া জেলার সারিয়াকান্দির বাঙালি নদীর পাশে গেলাম। দেখি আকাশটা গোধূলির রঙে রঙিন হয়ে আছে। যেন রঙের উৎসব চলছে! জীবনে লক্ষাধিক ছবি তুলেছি, তবে এই ছবিগুলো যখন তুলি তখনকার দৃশ্যটা এতোটাই স্বর্গীয় ছিলো যে এখনো আমার বুকের ভিতর কেঁপে ওঠে! আহা, পৃথিবীটা কত সুন্দর! অথচ এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে…!
ধুলায় ছড়ায়ে আসে বিদায়েরে গোধূলি
মন গেয়ে ওঠে-
'এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু!'
কে জানে! নৌকা নিয়ে সে কোথায় যাচ্ছে, কোন রূপকথার দেশে!
মাঝে মাঝে অবাক হই, সৃষ্টিকর্তা কত সুন্দর করে সৃষ্টি করেছেন এই পৃথিবী!
নদীর শীতল জলে গোধূলির ছায়া!
গোধূলি বেলায় সোনালী আকাশ
ধন্যবাদ সবাইকে। ????