Published : 01 Mar 2018, 03:10 PM
স্বাধীনতার মাস মার্চে বগুড়া শহরের পথে পথে লাল সবুজের পতাকা বিক্রি করছেন অনেকেই। লম্বা লাঠিতে বাঁধা ছোট বড় বিভিন্ন আকারের পতাকা নিয়ে হাঁটছেন বিক্রেতা। ফাল্গুনের বাতাসে উড়ছে পতাকা! যেন পরান জুড়িয়ে যায়। মনে পড়ে কবি নির্মলেন্দু গুণের কবিতা, 'স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো'। এর শেষ কথাগুলো-
শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন৷
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷'
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।
ছবিটি বগুড়া ডাকঘরের সামনের রাস্তা থেকে তোলা