Published : 04 Sep 2017, 10:22 AM
শরতের আকাশজুড়ে কালো মেঘ। নিচে বর্ষার জল, নৌকো, শাপলা, ধানের সবুজ পত্র-পল্লব আর সাথে ক'জন গ্রামীণ ও শহুরে মুগ্ধ পরিব্রাজক। এখানে প্রকৃতি তার রূপ দেখানোয় বড় উদার ও প্রেমময়! বর্ষার সবুজ আর শরৎ মেঘের মেলবন্ধন দেখতে চাইলে ছুটতে হয় এমন গ্রামের স্বর্গে!
ছবিটি ০২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাংগুরী গ্রাম থেকে তোলা।
ফারদিন ফেরদৌস
০২.০৯.২০১৭।