Published : 15 May 2017, 08:40 AM
অনেক খুঁজে খুঁজে আমার গ্রমের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দিতে দেখতে পেয়েছিলাম একটা বাবুই পাখির বাসা। আমার ছোটবেলায় সারিয়াকান্দিতে একটা বড় তাল গাছ ছিলো। সারা গাছ জুড়ে বাবুই পাখির বাসা ছিলো। আজ নেই তাল গাছ, নেই বাবুই পাখির ঘর-সংসার, চোখ বুজলে এখনো সেই ছবি ভেসে ওঠে। আজ হারিয়ে গেছে মহান শিল্পী বাবুই পাখি।