Published : 13 May 2017, 06:58 AM
শৈশবের স্মৃতিগুলোর মধ্যে তালপাতা দিয়ে বানানো ঘড়ি, চশমা যেন এক মধুর স্মৃতি। নতুন প্রজন্মের শিশুরা এই মধুর স্মৃতি হতে বঞ্চিত। ধীর ধীরে তাল গাছ, নারকেল গাছ কমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে শৈশবের তালপাতার ঘড়ি। ছবিটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা থেকে তোলা।