Published : 21 Apr 2017, 11:10 AM
কিছুদিন আগে মংলা-সুন্দরবন-খুলনা-বাগেরহাট-গোপালগঞ্জ এলাকায় তিন দিনের একটা মজার ভ্রমণ করে এলাম। অপার বাংলাদেশের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। পারিবারিক বন্ধুর জাপানি মেয়ে বাংলাদেশে এসেছে। তাকেই বাংলাদেশের সেরা জায়গাগুলো দেখাতে হবে। হঠাৎ এই ভ্রমণে নিজেরও সুযোগ হল বাংলাদেশের সৌন্দর্যকে মন ভরে দেখার।
ঢাকা থেকে প্রথমে আমরা মংলার পর্যটন হোটেলে উঠি। সেখানেই বিকেলে বের হই পশুর নদীর সৌন্দর্য দেখতে। আলো আঁধার আর নদীর কলতান সব যেন মিলে গেছে এক সুরে। এই বিষয়ে বিস্তারিত লেখা সামনে আসছে। ছবিটা আমার ব্লু ড্যাশ এম মোবাইলে তোলা।