Published : 17 Apr 2017, 08:31 AM
যাদের 'কুড়ালি' নামে সবাই চেনে, আবার কেউ কেউ বলে 'কাঠুরিয়া'। গোদনাইল আরামবাগ একটা পরিত্যাক্ত জায়গায় তারা বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করে। তারপর সেই গাছ কুঠার দিয়ে টুকরো টুকরো করে মানুষের কাছে বিক্রি করে সংসার চালায়।