Published : 13 Dec 2016, 05:47 PM
২২ ডিসেম্বর আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, চারদিকে আনন্দের জোয়ার আর মাইকিং মিছিলের স্লোগান ৷ আসবে শহরে শুভদিন, অমুক মার্কায় ভোট দিন, মা-বোনদের বলে যাই, অমুক মার্কায় ভোট চাই ৷ বড় ভাইয়ের দুই নয়ন, শহরবাসীর উন্নয়ন, এই ভাইকে দিলে ভোট, সুখে থাকবে সকল কোল ইত্যাদি ইত্যাদি ৷ রাত পোহাইতেই শুরু হয় মাইকিং মিছিলের হুড়হুড় শব্দ, বাসায় থাকলে হাতে পড়ে প্রার্থীদ্বয়ের মার্কা সংবলিত ছোট আকারের পোস্টার ৷ এক একবার এক এক দল, পুরুষের পর মহিলা, আবার মহিলার পর পুরুষের দল ৷ মনে হয় শহরের বিভিন্ন পাড়া-মহল্লার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইলে একটু বেশি ৷ গোদনাইল হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ১নং বর্তমান ১০নং ওয়ার্ড ৷ ভোটার সংখ্যা প্রায় ১২ হাজার ৬০০শ' ভোট, প্রার্থীর সংখ্যা ১৩ জন, যার মধ্যে আছে ১০ জন পুরুষ কাউন্সিলর, ৩ জন মহিলা কাউন্সিলর, এর মধ্যে মেয়র প্রার্থী তো আছেই ৷
গত ৫ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়, এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে গোদনাইল ১০নং ওয়ার্ডের কাউন্সিলররা যারা যা পেলেন, তা নিম্নরূপ –
১| হাজী মোঃ ইফতেখার আলম (খোকন) পেয়েছেন বেটমিন্টন রেকেট ৷
২| হাজী মোঃ খাজা মামুন পেয়েছেন, মিষ্টি কোমড়া ৷
৩| কামরুল হুদা বাবু পেয়েছেন, রেডিও
৪| হাজী মোঃ সিরাজ পেয়েছেন, ঝুড়ি ৷
৫| মোঃ লিয়াকত আলী (লেকু) পেয়েছেন, ঠেলাগাড়ি ৷
৬| হাজী মোঃ মহিউদ্দিন ভুঁইয়া পেয়েছেন, ঘুড়ি ৷
৭| কাজী নাজমুল ইসলাম বাবুল পেয়েছেন, লাটিম ৷
৮| মোঃ সালাউদ্দিন খোকন পেয়েছেন, টিফিন ক্যারিয়ার ৷
৯| মোঃ মোহর আলী মোহর পেয়েছেন, ট্রাক্টর ৷
১০| হাবিব তৌহিদ মোহাম্মদ পেয়েছেন, এয়ার কন্ডিশন ৷
এই ১০জন সম্মানিত ব্যক্তি এবার কাউন্সিলর পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৷
এর মধ্যে নারায়ণগঞ্জ সিটিতে মোট ওয়ার্ড সংখ্যা ২৭টি, প্রতি তিন ওয়ার্ডে একজন করে থাকবে সম্মানিতা মহিলা কাউন্সিলর ৷ তাহলে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইলে ১০,১১,১২নং ওয়ার্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন সম্মানিতা মহিলা কাউন্সিলর প্রার্থী ৷ ১০,১১,১২নং ওয়ার্ডে সম্মানিতা মহিলা কাউন্সিলররা যে যা প্রতীক পেলেন তা নিম্নরূপ ৷
১| মিনোয়ারা বেগম (মীনা) পেয়েছেন, মোবাইল ৷
২| মোসাম্মদ নূপুর বেগম পেয়েছেন, আনারস ৷
৩| মোসাম্মদ শিউলী আক্তার পেয়েছেন, বই ৷
এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এবার হতে যাচ্ছে দলীয় প্রতীকে ৷ দলীয় প্রতীক শুধু মেয়র প্রার্থীদের জন্য, তা বর্তমানে বাংলাদেশের সবাই জানে ৷ প্রচার প্রচারণায় দেশের চিরপ্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী-ই বেশি এগিয়ে।
ডাঃ সেলিনা হায়াৎ আইভী, নির্বাচনী প্রচারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ১০নং ওয়ার্ডে ৷
ঢাকা থেকে আগত বিএনপি'র মহাসচিবের আগমনের আগমূহুর্তে দলীয় নেত্রীবৃন্দ ৷
হেভিওয়েট দুই প্রার্থী ছাড়াও মেয়র প্রার্থী আরো আছেন, বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ সাহেব, বিপ্লবী ওয়ার্কাস পার্টির মাহবুবুর রহমান ইসমাইল সাহেব, লিভারেশন ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)'র কামাল প্রধান সাহেব, এবং ইসলামী ঐক্যজোট বাংলাদেশের ইজাহারুল হক সাহেব ৷ তাদের প্রচার প্রচারণা আয়ামী লীগ ও বিএনপি'র প্রার্থীদ্বয়ের চেয়ে একটু কম হলেও জনসম্মতি মোটামুটি খারাপ নয় ৷
প্রিয় পাঠকবৃন্দ, ভোট কাকে দেব আর কাকে দেব না, সেটা কি বলা যায়? বললেই মহাবিপদের সম্মুখীন হতে হবে নিশ্চিত ৷ সবাই দোয়া চাচ্ছে, ভোট চাচ্ছে, সবাইকে বলছি ঠিক আছে ৷ প্রার্থীদ্বয় আমাদের আশা দিচ্ছে উন্নয়নের জোয়ারে ভাসাবেন, আমরা ভোটাররা তাদের আশা দিচ্ছি ভোটের বন্যায় ভাসাবো ৷ সবকিছুর অবসান হবে আগামি ২২ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ৷
নিতাই বাবু
১৩/১২/২০১৬ইং