Published : 29 Sep 2016, 05:38 PM
উৎসাহে আলোর দিকে চেয়ে
চাষার মতণ প্রাণ পেয়ে
কে আর রহিবে জেগে পৃথিবীর পরে?
স্বপ্ন নয়, শান্তি নয়, কোন এক বোধ কাজ করে
মাথার ভিতরে!
কবি জীবনান্দ দাস কী ভেবে কথাগুলো লিখেছিলেন জানিনা! জীবনটাই বিচিত্র নয় তারচেয়েও বিচিত্র আমাদের প্রকৃতি। ছবিটি সিলেট এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে গত শুক্রবারে তুলে ছিলাম।
ছবি – সুমন দে। ক্যাপশন : জলছায়া।