Published : 05 Aug 2016, 12:25 PM
ভাই কিনেন না কিনেন এক বোতল পানি! এমন ভাবেই প্রতিদিন জীবিকা নির্বাহের তাগিদে পানি বিক্রি করে বেড়ান ছবির ছোট্ট ছেলেটি। যে বয়সে হাতে বই থাকার কথা ছিলো ঠিক সেই বয়সে ই ছেলেটির হাতে সংসারের বোঝা। বয়স দশ কি বার। কুমিল্লা কোটবাড়ি বৌদ্ধ বিহারে পানি বিক্রি করে এই শিশু বাচ্ছাটি। ক্যামেরা দেখে দৌড় দিয়ে চলে গেলো আড়ালে। হয়তো ভয় পেয়েছে।শুধু এই শিশুটি নয় আরো কয়েকটি শিশুকে সেখানে জীবিকার তাগিদে নানা কাজ করতে দেখা গিয়েছে।
ছবিঃ রিফাত।
ময়নামতি বৌদ্ধবিহার কুমিল্লা