Published : 13 Jul 2012, 10:12 PM
আমার জীবনের সবচেয়ে প্রিয়, আর একমাত্র অবলম্বনটি আমাকে ভুল বুঝে আজ আমকে ছেড়ে চলে যাচছে। কষ্টে আমার হৃৎপিণ্ডটা বাহির হয়ে আসতে চাচ্ছে । দু'চোখে অশ্রুধারা থামতেই চাচ্ছে না। যন্ত্রনায় মাথা ছিড়ে যাচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছি না। নাকি বলা সম্ভব? মাঝে মাঝে নিজের প্রতি নিয়ন্ত্রন হারিয়ে ফেলছি। ছাদ থেকে নিচে লাফিয়ে পড়তে ইচ্ছে করছে। গত কাল থেকে আজ পর্যন্ত দু'চোখে এক বিন্দু ঘুম নেই, একের পর এক ঘুমের পিল খাওয়ার পড়েও। বুকের বাম পাশে চিনচিন করে ব্যাথা করছে। জীবনের এই পড়ন্ত বেলায় আর এত কষ্ট সহ্য করতে পারছি না, তার চেয়ে কেউ যদি আমাকে খুন করত তো বেঁচে যেতাম!!!