নবীন শিক্ষার্থীদের প্রোগ্রামিং ধারণা দিল ডিআইইউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্লাব

একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং নিয়ে দক্ষতা অর্জনসহ সমস্যা সমাধানে সহযোগিতা করতে ধারণা দেওয়া হয়।

মো. তাহমিদ শাহ্ তামিমমো. তাহমিদ শাহ্ তামিমনাগরিক সাংবাদিক
Published : 20 August 2023, 02:03 PM
Updated : 20 August 2023, 02:03 PM

তথ্যপ্রযুক্তির শিক্ষার্থীদের কাছে প্রোগ্রামিং অতি পরিচিত ও জরুরি বিষয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে পদচারণার শুরুতেই তাই প্রোগ্রামিং বিষয়ে তাদের ধারণা দেওয়ার এক সূচনা করেছে বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্লাব।

প্রথম ক্লাসে উপস্থিত ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষার্থীরা।

একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং নিয়ে দক্ষতা অর্জনসহ সমস্যা সমাধানে সহযোগিতা করতে এমন উদ্যোগ নিয়েছে ক্লাবটি। 

আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা (ইউনিকোডে)/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান citizen.journalism@bdnews24.com  ঠিকানায়।  
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি  citizen.journalism@bdnews24.com  ঠিকানায় ইমেইল করুন।