পুলিশের সার্জেন্ট আশরাফুর জামান আশরাফের ‘লোক’ বলে নিজেকে দাবি করতেন রাজু।
Published : 12 Nov 2023, 11:05 PM
‘পুলিশ সার্জেন্টের লোক’ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ঢাকার মিরপুরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় মিরপুর থানার ২ নম্বর সেকশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ওসি মো. মহসীন জানান।
মো. রাজু (৩২) নামের ওই ব্যক্তির কাছ থেকে ‘প্রতারণার মাধ্যমে নেওয়া’ ৩৫ হাজার টাকাও উদ্ধার করা হয়। টাকাগুলো তিনি লুকিয়ে রেখেছিলেন জুতার ভেতর।
ওসি বলেন, পুলিশের সার্জেন্ট আশরাফুর জামান আশরাফ নামে ভিজিটিং কার্ড ছাপিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে নিজেকে ‘তার লোক’ বলে দাবি করে আসছিলেন রাজু।
“ওই পরিচয় দিয়ে সে এক ব্যক্তির কাছ থেকে স্বল্প মূল্যে গাড়ির ব্যাটারি বিক্রির নামে ৩৫ হাজার টাকা নেয়। কিন্তু ব্যাটারি সরবরাহ না করে রাজু কৌশলে সটকে পড়েন।
“পরে ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে রাজুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে টাকা নেওয়ার কথা তিনি অস্বীকার করে। পরে তার জুতার ভেতর থেকে ওই ব্যক্তির দেওয়া ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।"
এর আগেও রাজু বিভিন্ন সময় ওই সার্জেন্টের পরিচয় দিয়ে নানাভাবে প্রতারণা করে আসছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।