মুখ্য সচিবের দায়িত্ব নিলেন তোফাজ্জল হোসেন

জ্যেষ্ঠ সচিব হিসেবে দুই বছর ধরে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2022, 06:48 PM
Updated : 8 Dec 2022, 06:48 PM

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব নিলেন মো. তোফাজ্জল হোসেন মিয়া।

বৃহস্পতিবার তিনি এ দায়িত্ব গ্রহণ করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

তোফাজ্জল হোসেন জ্যেষ্ঠ সচিব হিসেবে দুই বছর ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব ছিলেন। তিনি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি।

Also Read: নতুন মুখ্য সচিব তোফাজ্জল হোসেন, কায়কাউস বিশ্ব ব্যাংকে

জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মত দপ্তরেও কাজ করেছেন তিনি বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মাঠ প্রশাসনে ঢাকা, কুমিল্লা ও পঞ্চগড়ে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নতুন দায়িত্বের প্রজ্ঞাপন হয়।

তোফাজ্জলের পূর্বসূরি আহমদ কায়কাউস বিশ্ব ব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হয়ে যাচ্ছেন। আর অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রধানমন্ত্রীর একান্ত সচিব ১ সালাহ উদ্দিনকে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।