এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণের তাগিদ স্থানীয় সরকারমন্ত্রীর

“ঢাকার অভিজাত এলাকার পানির মূল্য আর দরিদ্র জনবহুল এলাকার পানির মূল্য এক হওয়া বৈষম্যমূলক,” বলছেন মন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2023, 03:23 PM
Updated : 16 March 2023, 03:23 PM

ঢাকার সব এলাকার পানির দাম এক হওয়ার বিষয়টিকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণে আবারও তাগিদ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ওয়াসা আয়োজিত বিল কালেকশন অ্যাওয়ার্ড ২০২১-২২ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “ঢাকার অভিজাত এলাকার পানির মূল্য আর দরিদ্র জনবহুল এলাকার পানির মূল্য এক হওয়া বৈষম্যমূলক। রাজধানীতে সবার জন্য পানির দাম এক হবে না, এলাকাভিত্তিক দাম নির্ধারণ করতে হবে।

“ওয়াসার পানির দাম জোনভিত্তিক নির্ধারিত হওয়া উচিত। আমি ওয়াসাকে বলব, তারা যাতে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করে।"

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকার জনসংখ্যা এবং তাদের জন্য নাগরিক সুবিধা সামঞ্জস্যপূর্ণ না হলে নাগরিকদের দুর্ভোগ কমবে না।

"এজন্য সুষ্ঠু পরিকল্পনা করতে হবে। বিদ্যুৎ, গ্যাস কিংবা পানি যে কোনো ইউটিলিটি সেবা দেওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সক্ষমতা রয়েছে। সেই তুলনায় জনসংখ্যা অতিরিক্ত হলে সরবরাহ ব্যবস্থার উপর চাপ পড়ে এবং সেবা প্রদান বিঘ্নিত হবে।"

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল ইসলাম, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।