গাজীপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩ ডাকাত গ্রেপ্তার

ঘটনার সময় ধরা পড়া এক ডাকাতের তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2024, 12:05 PM
Updated : 8 March 2024, 12:05 PM

গাজীপুরের শ্রীপুরে কুপিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে তারা ধরা পড়েন বলেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ইসমাইল সরদার ওরফে লিটন (৩৮), কামরুল মিয়া (২০) ও হানিফ মাস্টার (৪০)। তাদের মধ্যে ইসমাইল ডাকাত দলের নেতা বলে র‌্যাবের ভাষ্য।

পুলিশ জানিয়েছে, গত ৩ মার্চ গভীর রাতে শ্রীপুরের সিংগারদিঘি গ্রামে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি হচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। তখন শ্রীপুর থানার টহল পুলিশ সেখানে ছুটে গেলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়।

ডাকাতদের রামদার কোপে পুলিশ কনস্টেবল রুহুল আমিন ও সেলিম গুরুতর আহত হন। টহল দলের অন্য সদস্যরা ধাওয়া দিলে চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে রুবেল নামে এক ডাকাত গুরুতর আহত হন।

Also Read: গাজীপুরে সড়কে ডাকাতির সময় হামলায় দুই পুলিশ আহত, আটক ১

গ্রেপ্তার হওয়া রুবেলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। র‌্যাবের ভাষ্য, গ্রেপ্তার তিনজনই শ্রীপুরে ডাকাতির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।