আখতারসহ ছাত্র পরিষদের ৮ জনের জামিন

ছাত্রলীগের দুই নেতার করা দুই মামলায় আখতারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2022, 11:40 AM
Updated : 7 Nov 2022, 11:40 AM

ছাত্রলীগ নেতাদের করা দুই মামলায় জামিন পেয়েছেন আখতার হোসেনসহ ছাত্র অধিকার পরিষদের আট নেতা-কর্মী।

শাহবাগ থানায় করা এই দুই মামলায় গ্রেপ্তারের এক মাস পর সোমবার তাদের জামিনের আদেশ দেন ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমা।

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।

তার সঙ্গে জামিন প্রাপ্তরা হলেন পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল কাদের, তরিকুল ইসলাম, আসিফ মাহমুদ, জাহিদ হোসেন ও সানাউল্লাহ।

পরিষদ নেতা-কর্মীদের আইনজীবী মুজাহিদুল ইসলাম বলেছেন, জামিনের আদেশের ফলে তাদের মুক্তিতে এখন আর বাধা নেই।

তিনি বলেন, এই দুই মামলায় অন্য ১৬ আসামির জামিন আদালতের শুনানি একই আদালতে আগামী ১৪ ও ২০ নভেম্বর হবে।

এই মামলায় আখতার ও আকরামকে রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। তবে অন্যদের রিমান্ডে পাঠানো হয়নি।

গত ৭ অক্টোবর আবরার ফাহাদ হত্যার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সভা আয়োজনের সময় ঢাকা বিশ্বিবদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলা করে ছাত্রলীগ।

আহতদের নিয়ে পরিষদের নেতা-কর্মীরা ঢাকা মেডিকেলে গেলে সেখানেও চড়াও হয় ছাত্রলীগ। সেখানে দুই পক্ষে উত্তেজনার পর ছাত্র পরিষদের ২৪ জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।

এরপর ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ এনে সংগঠনটির দুই কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন ও আমিনুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় ছাত্র পরিষদের নেতা-কর্মীদের।