প্রধানমন্ত্রীর কাছে আইভী

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে প্রবেশ করেছেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2011, 07:39 AM
Updated : 1 Nov 2011, 07:39 AM
ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে প্রবেশ করেছেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণবভনে ওই কার্যালয়ে মেয়র নির্বাচনে হেরে যাওয়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকেও যেতে দেখা যায়।
মঙ্গলবার রাত ৮টায় আইভী গণভবনে পৌঁছান। তার সঙ্গে তার দুই ছেলে কাজী সাদমান হায়াৎ সীমান্ত ও কাজী সারদিল হায়াৎ অনন্ত, নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি হায়দার চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদের গণভবনে যান।
নারায়ণগঞ্জ থেকে আইভীর রওয়ানা দেওয়ার কথা সন্ধ্যা সাড়ে ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার প্রধান নির্বাচনী এজেন্ট আনোয়ার হোসেন।
তিনি বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও যুবলীগের ১২ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আইভী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।"
৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে এক লাখ ভোটের ব্যবধানে শামীমকে পরাজিত করেন আইভী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/পিডি/২০৪০ ঘ.