কী কারণে তিনি আত্মহত্যা করতে চাইছিলেন, সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।
Published : 22 Oct 2023, 09:41 AM
ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন ঢাকার রামপুরার এক ছাত্রলীগ নেতা; খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
২৬ বছর বয়সী ওই যুবক রোববার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটিয়েছিলেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে ওই যুবক আত্মহত্যার চেষ্টা চালালে বিষয়টি ডিবির সাইবার ক্রাইম টিমের নজরে আসে।তারা রামপুরা থানার ওসি রফিকুল ইসলামকে জানান।
ওসি বলেন, দরজা ভেঙে উদ্ধারের পর তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। চিকিৎসারা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
ওই যুবক রামপুরা থানা ছাত্রলীগের কমিটিতে রয়েছেন। কী কারণে তিনি আত্মহত্যা করতে চাইছিলেন, সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)