পাঁচ হাজার টাকা চাঁদা আদায়: ১১ বছর পর তিন ভাইয়ের ৭ বছরের সাজা

২০১৩ সালের ১৪ মে গেন্ডারিয়া থানাধীন বেগমগঞ্জ এলাকায় এনায়েত স্টিল নামে এক দোকানের মালিক মো. এনায়েত হোসেনের কাছে আসামিরা পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2024, 12:30 PM
Updated : 10 March 2024, 12:30 PM

প্রায় এক যুগ আগে রাজধানীর গেন্ডারিয়ায় ৫ হাজার টাকা চাঁদাবাজি ঘটনায় করা মামলায় তিন ভাইকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

রোববার দুপুরে ১০ নম্বর ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত তিন ভাই হলেন মো. নজরুল ইসলাম, মো. সিরাজ ও মো. তাজু।

রায় ঘোষণার সময় সিরাজ আদালতে উপস্থিত ছিলেন। তার দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য জানিয়েছেন।

আদালতের তথ্য বলছে, ২০১৩ সালের ১৪ মে গেন্ডারিয়া থানাধীন বেগমগঞ্জ এলাকায় এনায়েত স্টিল নামে এক দোকানের মালিক মো. এনায়েত হোসেনের কাছে আসামিরা পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন।

চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা ছুরি দিয়ে তাকে জীবননাশের হুমকি দেন। মামলার এনায়েত হোসেন প্রাণের ভয়ে তাদের পাঁচ হাজার টাকা দেন।

এ ঘটনায় এনায়েত হোসেন হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ৪ জুলাই গেন্ডারিয়া থানার সাব-ইন্সপেক্টর অমল কৃঞ্চ দে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এতে বলা হয়, বেগমগঞ্জ এলাকার বিভিন্ন দোকানদারদের কাছ থেকে নিয়মিতভাবে চাঁদা দাবি ও চাঁদা আদায় করে আসছিলেন আসামিরা। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে দোকানের তালায় সুপার গ্লু ও বালু ঢুকিয়ে সেগুলো নষ্ট করে দেওয়া হত।

২০১৪ সালের ২৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

রাষ্ট্রপক্ষ ১৫ জনকে সাক্ষী করেছিল। তাদের মধ্যে ১৪ জনের বক্তব্য নিয়ে এ রায় দেওয়া হয়।