নতুন দায়িত্ব পেলেন ৬ অতিরিক্ত আইজিপি

তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার চারজন সম্প্রতি পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজি হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2024, 02:23 PM
Updated : 11 March 2024, 02:23 PM

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য্যকে রেলওয়ের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মীর রেজাউল আলমকে বদলি করা হয়েছে ট্যুরিস্ট পুলিশে।

ডিআইজি পদমর্যাদার যে চারজন সম্প্রতি পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজি হয়েছেন, তাদেরও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। 

পুলিশ অধিদপ্তরে দায়িত্বরত খন্দকার লুৎফুল কবীর ও তৌফিক মাহবুব চৌধুরীকে পুলিশ অধিদপ্তরেই অতিরিক্ত আইজির দায়িত্ব দেওয়া হয়েছে।

অ্যান্টি টেররিজম ইউনিটের মোহা. আব্দুল আলীম মাহমুদকে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। হাইওয়ে পুলিশের মো. মাসুদুর রহমান ভূঞাকে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ করে পাঠানো হয়েছে সারদায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সোমবার এসব বদলির প্রজ্ঞাপন জারি করে।