পোশাক কারখানায় ২০ রোজার মধ্যে বেতন-বোনাস দেওয়ার দাবি

“পরিবার-পরিজন নিয়ে যাতে শ্রমিকরা ঈদে করতে পারেন, সে জন্য সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে হবে।”

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2024, 01:41 PM
Updated : 29 March 2024, 01:41 PM

বিশ রোজার মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বেতনভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক সংহতি।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, “এবারও ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। শিল্প পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, ৪১৬টি কারখানায় শ্রমিকদের মজুরি নিয়ে সমস্যা হতে পারে। এই খবরে সাধারণ শ্রমিকরা অনিশ্চয়তা ও শঙ্কায় আছেন।

“ঈদের সময় বেতন–বোনাসের প্রশ্ন এলেই মালিকেরা ক্রয়াদেশ কম থাকার কথা বলেন। অথচ গত ফেব্রুয়ারি মাসে ৪৪৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা কি না আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় ১৪ শতাংশ বেশি।”

তাসলিমা বলেন, “মজুরি-বোনাস না দিয়ে গাজীপুর, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন অঞ্চলে শ্রমিকদের ছাঁটাই বা কারখানা বন্ধ করা হচ্ছে। প্রতিবাদ করতে গেলে শ্রমিকরা স্থানীয় মাস্তান-পুলিশের হামলা এবং মালিকের মিথ্যা মামলার শিকার হচ্ছেন।

“আমরা মনে করি, পরিবার-পরিজন নিয়ে যাতে শ্রমিকরা ঈদে করতে পারেন, সে জন্য সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে হবে।”

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পল্টন মোড় প্রদক্ষিণ করে।

গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অঞ্জন দাস, প্রবীর সাহা, জিয়াদুল ইসলাম।