রূপনগর বেড়িবাঁধে লেগুনা উল্টে আহত ব্যক্তির মৃত্যু

মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর বেড়িবাঁধে লেগুনা উল্টে আহত হয়েছিলেন আলিম উদ্দিন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2023, 08:27 AM
Updated : 29 March 2023, 08:27 AM

ঢাকার রূপনগর বেড়িবাঁধ সড়কে লেগুনা উল্টে আহত এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার সকাল ১১টার দিকে আলিম উদ্দিন নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয় বলে রূপনগর থানার ওসি আরিফুর রহমান সরকার জানান।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর বেড়িবাঁধে লেগুনা উল্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ৭ থেকে ৮ জন আহত হয়েছিলেন। তাদের মধ্যে ৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

আহতদের মধ্যে ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী শান্তা আক্তার (২২), ইমাম হাসান কাফি (২৩), নাজমা বেগম (৩০), তার আত্মীয় রেজাউল করিম (৩৫) ও আলিম উদ্দিন (৫৫) ছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আলিম উদ্দিন ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। আলিমের বাড়ি সাভারের বনগ্রামে।