আলীকদমের সেই ইউএনওকে ঢাকায় বদলি

ফুটবল ম্যাচ নিয়ে প্রতিযোগীদের মধ্যে দ্বন্দ্বে ক্ষিপ্ত হয়ে ট্রফি ভেঙেছিলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2022, 07:49 AM
Updated : 27 Sept 2022, 07:49 AM

বান্দরবানের আলীকদমে ফুটবল টুর্নামেন্টের ট্রফি ভেঙে আলোচনায় আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলামকে ঢাকায় বদলি করা হয়েছে।

ইউএনও হিসেবে পদায়নের জন্য তার চাকরি ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতাও তাকে দেওয়া হয়েছে।

গত শুক্রবার বিকালে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মাংতাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। সেই ম্যাচে ‘আবাসিক জুনিয়র একাদশ’ বনাম ‘রেপারপাড়া বাজার একাদশ’ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলা শেষে ফল নিয়ে দুই দলের মধ্যে দ্বন্দ্ব বাধে।

প্রধান অতিথি হিসেবে খেলার সমাপনী বক্তব্যের এক পর্যায়ে ইউএনও ক্ষিপ্ত হয়ে বিজয়ী ও রানার্সআপ দলের ট্রফি ভেঙে ফেলেন। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে তা নিয়ে সমালোচনা হয়।

ঘটনার পরদিন ইউএনওর অপসারণের দাবি জানিয়ে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালামের নেতৃত্বে ‘আলীকদম উপজেলা সর্বসাধারণ’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়।

Also Read: ট্রফি বিতরণ না করে ভাঙলেন ইউএনও, আলীকদমে উত্তেজনা