পুরান ঢাকায় প্রিন্টিং প্রেসে আগুন

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2024, 05:02 PM
Updated : 15 March 2024, 05:02 PM

ঢাকার পাটুয়াটলীতে একটি প্রিন্টিং প্রেসে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে পাটুয়াটুলি ঘি পট্টি এলাকায় জিনাত প্রিন্টিং ওয়ার্কস নামের ওই প্রেসে আগুন লাগে।

সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি আনোয়ারুল ইসলাম।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার এএসআই ইকবাল হোসেন জানান, ওই প্রেসের চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১ এর উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান বলেন, “এটা একটা প্রিন্টিং প্রেস। প্রচুর পরিমাণে কাগজের রোল রয়েছে। এসব রোল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।”