একাদশে ভর্তি: আবেদনের শেষ সুযোগ ৮-৯ অক্টোবর

যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি, বা আবেদন করে কলেজ পাননি, অথবা মনোনয়ন পেয়েও ভর্তি হতে পারেননি, তাদের জন্য এ সুযোগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2023, 08:00 AM
Updated : 6 Oct 2023, 08:00 AM

একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শেষে ভর্তিচ্ছুদের জন্য আরেক দফা আবেদনের সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি, বা আবেদন করে কলেজ পাননি, অথবা মনোনয়ন পেয়েও ভর্তি হতে পারেননি, তাদের ৮ ও ৯ অক্টোবর আবেদন করতে বলা হয়েছে।

এ বছর কলেজে ভর্তি আবেদন শুরু হয় ১০ অগাস্ট থেকে। তিন ধাপে আবেদন শেষে গত ২৬ সেপ্টেম্বর কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়, যা চলে ৫ অক্টোবর পর্যন্ত। ৮ অক্টোবর একাদশে ক্লাস শুরুর কথা রয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শিক্ষার্থী, অভিভাবক, অধ্যক্ষদের আবেদনের কারণে চতুর্থ ধাপে আবেদনের শেষ সুযোগ দেওয়া হয়েছে।

শেষ ধাপের আবেদন ১০ অক্টোবর যাচাই-বাছাই করে ১১ অক্টোবর রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। আগামী ১৫ অক্টোবর নির্বাচিতদের ভর্তি হতে হবে।

কলেজে ভর্তির জন্য www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে।