এটিএম বুথে ঢুকে ছুরি মেরে ব্যবসায়ী খুন, গ্রেপ্তার ১

খুনের পর পালানোর সময় এক ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছেন এক নিরাপত্তা কর্মী এবং কয়েকজন পথচারী ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2022, 10:45 AM
Updated : 12 August 2022, 10:45 AM


রাজধানীর উত্তরায় একটি এটিএম বুথে টাকা তোলার সময় ‘ছিনতাইকারীর’ ছুরির আঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ‘ডাচ বাংলা ব্যাংকের’ বুথে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শরীফ উল্লাহ (৪৪) টাইলসের ব্যবসায় যুক্ত ছিলেন, উত্তরার ১২ নম্বরে জাকিয়া টাইলস গ্যালারি অ্যান্ড স্যানিটারি' নামে তার দোকান আছে। শরিফের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, পরিবার নিয়ে থাকতেন গাজীপুরে।

তাকে খুনের পর পালানোর সময় আব্দুস সামাদ (৩৮) নামে ওই ‘ছিনতাইকারীকে’ ধরে পুলিশের হাতে তুলে দেন এক নৈশ প্রহরী এবং কয়েকজন পথচারী।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন,”বুথের টাকা তুলে সেখানেই গোনার সময় ছিনতাকারী ভেতরে ঢুকে শরীফ উল্লাহকে ছুরি মেরে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।ধস্তাধস্তির এক পর্যায়ে আহত শরীফ বুথের ভেতরে মেঝেতে পড়ে যান।“

সে সময় ভেতরে কিছু হচ্ছে টের পেয়ে বুথের নিরাপত্তা কর্মী শফিয়ার রহমান (৫২) ভেতেরে ঢোকেন এবং ওই সময় সামাদ ছুটে বের হয়ে পালানর চেষ্টা করেন।


শফিয়ার এবং কাছকাছি থাকা লোকজনের চিৎকারে কয়েকজন পথচারী এবং নাইট গার্ড এসে সমাদকে ধরে ফেলেন। পরে তারা সামাদকে পুলিশের হাতে তুলে দেন।

ওসি জানান, থানার টহল পুলিশের গাড়িতে শরীফকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুনের ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে এবং নিহতের কাছে রক্তমাখা আটহাজার টাকাও পেয়েছে বলে জানিয়েছেন ওসি।