মগবাজার ফ্লাইওভারে পিকআপ চাপায় বাসচালক নিহত

শহিদুল ইসলাম বাবু নামের ওই ব্যক্তি বলাকা পরিবহনের বাস চালাতেন। তবে দুর্ঘটনার সময় তিনি বাসের দরজায় দাঁড়িয়ে ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তার বন্ধু।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2023, 05:00 AM
Updated : 28 April 2023, 05:00 AM

ঢাকার মগবাজার ফ্লাইওভারে পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তির প্রাণ গেছে, যিনি পেশায় একজন বাসচালক। 

পুলিশ জানিয়েছে, শহিদুল ইসলাম বাবু নামের ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি বলাকা পরিবহনের বাস চালাতেন। তবে দুর্ঘটনার সময় তিনি বাসের দরজায় দাঁড়িয়ে ছিলেন। শুক্রবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে।

সকাল ৭টার দিকে বাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে যারা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাদের বরাতে ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বলাকা পরিবহনের বাসটি কমলাপুরের দিকে যাচ্ছিল। আর বাসটি চালাচ্ছিল বাবুর বন্ধু কানন। কানন নিজেও বলাকা পরিবহনের বাস চালক। সহকারী না থাকায় বাবু সে সময় বাসের দরজায় দাঁড়িয়ে ছিলেন।

“বাসটি মগবাজার ফ্লাইওভারে ওঠার পর অন্য একটি গাড়ি পাশ থেকে চাপ দেয়। তাতে বাসটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে আর দরজায় দাঁড়িয়ে থাকা বাবু নিচে পড়ে যান। তখন পেছন থেকে আসা একটি পিকআপ তাকে চাপা দেয়।” 

বাচ্চু মিয়া বলেন, বাবুর মরদেহ মর্গে রাখা হয়েছে। পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে।

বাবু পরিবার নিয়ে উত্তরার জসিমউদ্দিন রোডে থাকতেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।