চেক প্রতারণা: আলেশা মার্টের চেয়ারম্যান-পরিচালককে গ্রেপ্তারে পরোয়ানা

লিগ্যাল নোটিস পাঠিয়েও টাকা না পাওয়ায় মামলা করেন গ্রাহক বাশার।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2022, 02:58 PM
Updated : 8 Nov 2022, 02:58 PM

চেক প্রতারণার মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার এবং এক পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবীর এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জানিয়েছেন।

গত সেপ্টেম্বরে মো. আবুল বাশার নামে এক গ্রাহক বাদী হয়ে মামলাটি করেন। বিচারক তখন আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। আসামিরা তারপরও আদালতে হাজির না হওয়ায় এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হল।

মামলার বিবরণ অনুযায়ী, বাদী আলেশা মার্টের বিজ্ঞাপনে ‘আকৃষ্ট হয়ে’ বাজাজ মোটরসাইকেল কিনতে অর্ডার দেন। কিন্তু অর্ডার করা মোটরসাইকেল দিতে ব্যর্থ হন আসামিরা। পরে বাদীকে টাকার পরিবর্তে এক লাখ আঠারো হাজার টাকার একটি চেক দেওয়া হয়।

ওই চেক ভাঙাতে বাদী নিজের ব্যাংক হিসাবে জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। এরপর উকিল নোটিস পাঠিয়েও টাকা না পাওয়ায় মামলা করেন বাদী।

আবুল বাশারের ভাষ্য, তিনি একজন ছাত্র ও চাকরিপ্রার্থী। চলাচলের সুবিধার জন্য ধার করা টাকায় তিনি মোটরসাইকেল কিনতে টাকা দেন। টাকা বা মোটরসাইকেল দিয়ে দিলে আসামিদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ থাকবে না।