শনিবার ভারতীয় সময় দুপুর পৌনে ১২টার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা।
Published : 08 Jun 2024, 03:37 PM
টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ভারতীয় সময় দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা।
সরকারপ্রধানের দপ্তরের উপ প্রেস সচিব মো. নুর এলাহি মিনা এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানানো হয়। সেখানে ভারত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিপি নেতারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনাকে শিল্পীরা নেচে-গেয়ে অভ্যর্থনা জানান।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা থেকে দিল্লি রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) জয় হয়েছে এবারের লোকসভা নির্বাচনে।
লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে জোট হিসেবে এনডিএ পেয়েছে ২৯৩টি আসন। আর দল হিসেবে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি।
সরকারগঠনের জন্য লোকসভায় ২৭২টি আসন প্রয়োজন হয়। সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট শরিকদের নিয়ে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী।
মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা