নিয়ন্ত্রণে কাজ করছে ১২টি ইউনিট।
Published : 17 Jan 2025, 03:17 PM
ঢাকার হাজারীবাগে একটি বহুতল ভবনে চামড়ার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
শুক্রবার বেলা সোয়া ২টার দিকে ট্যানারি কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, একটি সাততলা ভবনের পাঁচতলায় চামড়ার গুদামে আগুনের খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ২টা ২৩ মিনিটে।
পরে কয়েক দফায় আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বলে জানিয়েছেন তিনি।
ভবনের ভেতরে কেউ আটকা পড়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে শাহজাহান শিকদার বলেন, “আটকা পড়ার খবর পাই নাই।”
তবে আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।