রিকশা থেকে পড়ে আঘাত পাওয়ায় তার মাথায় রক্ত জমাট বেঁধেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
Published : 03 Jul 2024, 06:26 PM
রাজধানীর আগারগাঁও এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশাল মিডিয়া মডারেটর শামীম উস সালেহীন শুভ।
ছিনতাইকারীরা তার মোবাইল ফোনও নিয়ে গেছে।
আহত শামীমকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নীচে আইডিবি ভবনের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শামীম উস সালেহীন জানান, ব্যাটারিচালিত রিকশায় শাহবাগ থেকে মিরপুর-১০ নম্বরের বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। মাহবুব নামে এক বন্ধু শামীমের সঙ্গে ছিলেন।
“মোটরসাইকেলে করে দুইজন ছিনতাইকারী চলন্ত অবস্থায় আমার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে শেওড়াপাড়ার দিকে চলে যায়। তাদের হ্যাঁচকা রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পাই।”
আহত শামীমকে সেখান থেকে প্রথমে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে যান তার বন্ধু মাহবুব। সেখানে শয্যা খালি নাই বলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
পরে মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার উন্নত চিকিৎসার জন্য শামীমকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
রিকশা থেকে পড়ে আঘাত পাওয়ায় তার মাথায় রক্ত জমাট বেঁধেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ছিনতাইয়ের ঘটনার বিষয়ে শেরে বাংলা নগর থানার ওসি আব্দুল আহাদ জানান, মোটরসাইকেলে করে ছিনতাইকারী একটি গ্রুপের তৎপরতা সম্পর্কে খবর তারা পেয়েছেন। গ্রুপটিকে ধরার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার রাতের ঘটনা সম্পর্কে জানানো হলে তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।