১ ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি

সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জানিয়েছে এই দাবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2022, 07:34 PM
Updated : 29 Nov 2022, 07:34 PM

পহেলা ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১।

মঙ্গলবার সংগঠনটির কার্যনির্বাহী সভাপতি মোহাম্মদ নুরুল আলম ও মহাসচিব হারুন হাবীব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমান জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ২০২১ সালে ১ ডিসম্বেরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করেছে। কিন্তু এখনও এ সংক্রান্ত কোনো সরকারি ঘোষণা আসেনি। 

“আমরা মনে করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে এবং যে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির উদ্দেশে একটি দিবস পালনের যৌক্তিকতা আছে। আমরা আহ্বান জানাই যাতে দিনটি যথাযথ সরকারি স্বীকৃতি লাভ করে।”

আগামী ১ ডিসেম্বর ‘মুক্তিযোদ্ধা দিবস’ পালনের ঘোষণাও দিয়েছে সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ’৭১।

সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল ইসলাম জেমস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং সব জেলা, মহানগর ও প্রাতিষ্ঠানিক কমিটিগুলো সারাদেশে দিবসটি একযোগে পালন করবে। সকাল ৯টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে।