হজ ফ্লাইটের সূচি চেয়ে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস হজযাত্রী বহন করবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2023, 10:40 AM
Updated : 26 March 2023, 10:40 AM

‘সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য’ জরুরি ভিত্তিতে এবারের হজ ফ্লাইটের সময়সূচি জানতে চেয়ে চিঠি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয় থেকে হজযাত্রী পরিবহনের সঙ্গে যুক্ত তিনটি সংস্থা- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাসের কাছে এই চিঠি পাঠানো হয়।

সেখানে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এবং মক্কা ও মদিনায় বাড়ি ভাড়াসহ অন্যান্য কার্যাবলি সম্পাদনের জন্য ফ্লাইট শিডিউল জানা প্রয়োজন। এ অবস্থায় মন্ত্রণালয়ের হজ-১ শাখায় জরুরি ভিত্তিতে ফ্লাইটের সূচি পাঠানোর অনুরোধ করা হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম গত ১৯ মার্চ এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২১ মে থেকে শুরু হবে।

এ বছর প্রাক-হজ ফ্লাইটে ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। হজের আগে ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে।

শফিউল আজিম জানান, নির্ধারিত সময় ২১ মে রাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইট বিজি- ৩০০১ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্দেশে যাত্রা করবে; স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে।

তবে বাকি দুই বিমান পরিবহন সংস্থা থেকে এখনও সূচি জানানো হয়নি। 

আরও পড়ুন

Also Read: হজের খরচ কমল ১১ হাজার ৭২৫ টাকা, বাড়ল নিবন্ধনের সময়