কাজী হাবিবুল আউয়ালের ‘ভেতর থেকে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন

“যে সততা আমাদের সমাজে বারবার প্রতারিত হচ্ছে; সেই সততা ও সাহসের সঙ্গে লেখক এই বইয়ে অনেক কিছু তুলে এনেছেন," বলেন কবি মুহম্মদ নূরুল হুদা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2024, 04:43 PM
Updated : 16 Feb 2024, 04:43 PM

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের লেখা ‘বিচার ও প্রশাসন: ভেতর থেকে দেখা' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাঁটাবনে পাঠক সমাবেশ কেন্দ্রে এই মোড়ক উন্মোচন করা হয়। 

বইটিতে কাজী হাবিবুল আউয়াল তার দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনের বিভিন্ন পর্যায়কে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন। একইসঙ্গে দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, রাজনীতি, সমাজ, নীতি, দুর্নীতিসহ নানা প্রসঙ্গ স্থান পেয়েছে বইটিতে। 

প্রকাশনা উৎসবে কাজী হাবিবুল আউয়াল বলেন, এই বই বিচার ও প্রশাসন নিয়ে কিছু অভিজ্ঞতা ও উপলব্ধি দিতে পারে। 

“কষ্ট করে কেউ পাঠ করলে এই বইয়ে সাহিত্যের ‍উপাদানও পাবেন। জনপ্রশাসনে আমরা কীভাবে কাজ করি, তার কিছু দৃষ্টান্ত আছে। আমরা ইচ্ছা করলে যে আরও ভালো কাজ করতে পারি, সে কথাও কিন্তু এখানে বলা আছে।” 

মামলাজটের কারণে কিছু মানুষ লাভবান হয় বলে আদালতে বিপুল সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে বলে মন্তব্য করেন সিইসি। 

“৩০ বছর ধরে বিচারাধীন মামলাও রয়েছে। এত মামলা কেন ঝুলে আছে, তা নিয়ে কোনো গবেষণা নেই। এই মামলাজটের কারণে কিছু লোকের লাভ হয়, তাই মামলাজট কীভাবে কমানো যায়- সে বিষয়ে পরামর্শ দিতে কেউ এগিয়ে আসে না।” 

প্রকাশনা উৎসবে অংশ নিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন সততা। 

“যে সততা আমাদের সমাজে বারবার প্রতারিত হচ্ছে; সেই সততা ও সাহসের সঙ্গে লেখক এই বইয়ে অনেক কিছু তুলে এনেছেন। তিনি কাজ করতে গিয়ে যা দেখেছেন, যা করেছেন তা তিনি তুলে ধরেছেন।” 

পাঠক সমাবেশ থেকে প্রকাশিত ৩৭৮ পৃষ্ঠার বইটির দাম ঠিক করা হয়েছে ১ হাজার ৯৯৫ টাকা। 

অনুষ্ঠানে সাবেক সচিব কবি আসাদ মান্নান, সাবেক সচিব আমিনুল ইসলাম, সাবেক সচিব আ ল ম আব্দুর রহমান, অনুবাদক লেয়াকত আলী খান, পাঠক সমাবেশের স্বত্বাধিকারী ব সাহিদুল ইসলাম বিজু উপস্থিত ছিলেন।