এবার সব বিষয়ে পরীক্ষা হলেও শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে।
ঢাকায় বিয়ে খেতে এসে নিখোঁজ হয়েছেন এমদাদুল হক (৭০) নামে এক বৃদ্ধ।
গত ৭ অক্টোবর থেকে তিনি নিখোঁজ জানিয়ে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার ছেলে তৌহিদুল ইসলাম।
জিডিতে তৌহিদুর লিখেছেন, গত ৭ অক্টোবর রাতে মা-বাবাসহ তিনি ঢাকার বিএফ শাহীন কলেজ কনভেনশন সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ চলে গেলে তার বাবা এমদাদুল হক বাইরে গিয়েছিলেন। এরপর থেকেই তিনি নিখোঁজ।
এমদাদুলের উচ্চতা সাড়ে পাঁচ ফুট, পরনে ছিল পাজামা-পাঞ্জাবি ছিল। তিনি মানসিকভাবে অসুস্থ বলে ছেলে জানিয়েছেন।
কেউ এমদাদুলের খোঁজ পেয়ে থাকলে ০১৭১৩৫১৫৬৫৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পরিবার।
এ বিষয়ে জিডির তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই হাসানুর রহমান বলেন, তারা নানাভাবে এমদাদুলের খোঁজ বের করার চেষ্টা করছেন।