খসড়ার বিষয়ে জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের বিচারকা মতামত পাঠাতে পারবেন ৭ নভেম্বর পর্যন্ত।
Published : 03 Nov 2024, 11:09 PM
অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালার খসড়া প্রণয়ন করেছে সুপ্রিম কোর্ট। এ নীতিমালা সম্পর্কে অধস্তন আদালতের বিচারকদের মতামত চেয়ে চিঠিও পাঠানো হয়েছে।
আগামী ৭ নভেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর বা ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে এই মতামত পাঠাতে বলা হয়েছে।
রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে।
এতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণ দেন।
এতে তিনি দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন। সেই পরিপ্রেক্ষিতে সংবিধানের ১০৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালা, ২০২৪ এর খসড়া প্রস্তুত করা হয়।
এই নীতিমালা বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত সকল জেলা ও দায়রা জজ/ সমপর্যায়ের বিচারকদের মতামত লিখিত আকারে প্রদান করতে প্রধান বিচারপতি ‘অভিপ্রায়’ ব্যক্ত করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মতামত লিখিত আকারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে বা সফট কপি [email protected] এই ইমেইলে বা হোয়াটস অ্যাপ নম্বর ০১৭১৬১৮৫৫৮৩ এ পাঠাতে হবে।