সোমবার বাদ জোহর জাতীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
Published : 09 Feb 2025, 09:13 PM
সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
রোববার শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, প্রয়াত বিচারপতির প্রথম জানাজা রোববার বাদ আসর গুলশান গাউসুল আজম মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ জোহর জাতীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
একই দিন মাগরিবের পর ময়মনসিংহে গ্রামের বাড়িতে সবশেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রোববার সকাল ১০টায় বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ রাজধানীর মগবাজারের ইনসাফ আল বারাকাহ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৬২ সালে তৎকালীন ঢাকা হাই কোর্টে আইন পেশায় যুক্ত হন; ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
১৯৮২ সালের ২৯ জানুয়ারি তিনি হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে যোগ দেন।
হাই কোর্ট বিভাগে বিচারপতি থাকাকালে ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান আবদুর রউফ। পরে তিনি ১৯৯৫ সালের জুনে আপিল বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব নেন। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি তিনি অবসর গ্রহণ করেন।
আরও পড়ুন: